বুধবার , ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেড ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে জ্বলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষনের (আইসিভিসিএ) ফলাফল যাচাইকরণ

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

জ্বলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষনের (আইসিভিসিএ) ফলাফল যাচাইকরণ এবং জ্বলবায়ু বান্ধব উদ্ভাবনের সুযোগ ও বাধা পর্যালোচনা বিষয়ক পরাজয় সভা শেড ও কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত ০৬ফেব্রুয়ারী ২০২৩ সোমবার সকাল ১০ ঘটিকার দিকে উপজেলা হলরুমে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজিব, উপজেলা কৃষি অফিসার মহোদয়, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম ছৈয়দ আলম, শেড ও কেয়ার বাংলাদেশের কক্সবাজার এরিয়া প্রোগ্রাম অফিসার, উখিয়া উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিসার শেডসহ জালিয়া পালং ইউনিয়ন এর স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের মাদারবনিয়া চাকমা পাড়ায় কৃষি ক্ষেত ও গভীর নলকূপসহ নানানরকমের ক্ষেত শাক সবজি চাষের উদ্যোগ নিয়েছেন শেড ও কেয়ার বাংলাদেশে।

নিউজ ডেস্ক UkhiyaVoice24.Com