শনিবার , ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা সফর, ১৪৪৭ হিজরি

সকল প্রস্তুতি সম্পন্ন রাত পোহালেই বিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর বিরামপুরে আগামী ২৮ইং নভেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে( ২৭ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে যৌথ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আসসালামু উদ্দিন ,অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল আব্দুল ওয়্যারেস, অতিরিক্ত পুলিশ সুপার হাকিমপুর সার্কেল শরিফ আল রাজিব , উপজেলা নির্বাচন অফিসার মিরাজ উদ্দিন , বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

এসময় নির্বাচনে দায়িত্ব পালন সকল আইন শৃঙ্খলা বাহিনী সদস্য গণ উপস্থিত ছিলেন৷ বিরামপুর উপজেলায় আগামী কাল ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিতব‍্য ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার মিরাজ হোসেন জানান – চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১৬ জন প্রার্থী নির্বাচন করছেন৷

তিনি আরো জানান, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪ হাজার ৫ শত ২২জন। এদের মধ‍্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৫ শত ৯ জন এবং নারী ভোটার ৫২ হাজার ১৩ জন।