সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সদর বান্দরবান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাব-১৫

প্রকাশিত হয়েছে-

Kafil Uddin Joy:- নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি,

বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১ টি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

ইদানিং লক্ষ করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে পাট জাতীয় ব্যাগ এর পরিবর্তে পলিথিন মজুদ করে ব্যবসায় করা হচ্ছে যার ফলে পরিবেশে দূষণসহ নানা ধরণের জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান বাজার এলাকায় ১৫ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ১৩:০০ ঘটিকায় র‌্যাবের একটি আভিযানিক দল জনাব প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এর সহযোগীতায় উক্ত স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক মেসার্স ইসমাইল এন্ড ব্রাদার্স এর মোঃ ইসমাইলকে ৬,০০০/- জরিমানা করা হয়েছে।