শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সবুজ বাংলা উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

সবুজ বাংলা উন্নয়ন সংস্হার আয়োজনে ঈদ উপহার ও সাথে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার(২মে) বিকেলে কেরানি পাড়া ( নাসিরাবাদ একরামিয়া জামে মসজিদ সংলগ্ন) সবুজ বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে অসহায়, দুস্হদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সবুজ বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি আলী রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শিমুল ইসলাম উপস্থিত থেকে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন সবুজ বাংলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ কাব্য, মোঃ ইউসুফ উদ্দিন, আফরোজা বেগম, সদস্য সামিউন আক্তার শান্তা,সানেহা ইসলাম সাহানা,ইশরাত জাহান অবনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় ২০০ জন অসহায় ও দুস্হদের মাঝে সংস্হার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার যেমন আতব চাল, সেমাই, সয়াবিন তৈল, চিনি, পাউডার দুধসহ ইফাতার সামগ্রী বিতরণ করা হয়।