বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সমাজ সেবক, শেরপুর জেলার ছাত্র জনতার আইকন শেরপুর ১আসনের জনগণের ভালোবাসার মানুষ রমিজ উদ্দিন কাজল এর জন্মদিন

প্রকাশিত হয়েছে-

মেহেদী হাসান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি।

রমিজ উদ্দিন কাজল এক ভালোবাসা ও ভালো লাগার মানুষ। যার কথা শেরপুর ১আসনের জনগণ সবসময় মনে করে। আজকের এই দিনে। তিনি পৃথিবীতে আসেন। তিনি শেরপুর ১আসন এর শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়ন এর পান্জর ভাঙ্গা মধ্যে পাড়ায় জন্ম গ্রহণ করেন। উনার বাবা জনাব রহিজ উদ্দিন চেয়ারম্যান। তিনি দুইবারের সফল চেয়ারম্যান। ধলা ইউনিয়ননের মানুষ তাকে ভালোবাসে। তেমনি কাজল তার বাবার আর্দশে আদর্শিত একজন, ছোট থেকেই তিনি মানুষের কাছে জনপ্রিয় একজন। বাবার ন্যায়, তার বাবার সুষ্ঠু বিচার, ও আর্দশের রাজনীতি তার রক্তে বয়ে যাচ্ছে। তাঁর আদর্শে বড় হয়ে গড়ে তুলতে চান আধুনিক শেরপুর গড়ার অংশীদার । এলাকা ভিক্তিক ও তৈল মুক্ত রাজনীতিতে বিশ্বাসী এ প্রতিবাধী যুবক বলেন,:আজকের এই দিনে শেরপুর ১ আসনের সকল স্তরের জনসাধারণের প্রতি রইল অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা পূর্ণ সালাম,, করোনার ভয়াল থাবা কাটতে না কাটতেই বিশ্বে চলমান রাজনৈতিক পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সারা বিশ্বময় এক নাজেহাল অবস্থার সৃষ্টি করেছে যা শেরপুর বাসী এর বাইরে নয়,, সকল প্রতিকূল অবস্থা কাটিয়ে জনজীবনে শান্তি ফিরে আসুক, মহান আল্লাহ আমাদের সকল কে নেক হায়াত আর সহী বুঝ দান করুক এই আশায় করছি।তিনি এই কথা বলে তার ভালোবাসা প্রকাশ করে। শেরপুর জেলার গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাড়াতে। তিনি সবসময় একমত। যেকোনো সামাজিক সংগঠন তার সাথে যোগাযোগ করুক না কেনো। তার উদ্দেশ্য যাতে গরীব দুঃখী অসহায় মানুষ দুবেলা ঠিক খেতে পারে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এটাই তার একমাত্র চাওয়া। জয় হোক মেহনতী মানুষের।