শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের যোগদান

প্রকাশিত হয়েছে-

ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

বান্দরবানের লামা থানাধীন ৫নং সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ (আইসি) হিসেবে যোগদান করেছেন মোঃ দেলোয়ার হোসেন।

তিনি গত ০২ ডিসেম্বর”২০২১ইং বৃহস্পতিবারে সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
এর আগে উক্ত ফাঁড়িতে আইসি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মোঃ আবুল হাসেম।

জানা যায়, বর্তমানে সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর আগে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ হিসেবে খুব সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন অত্র প্রতিবেদক’কে জানান, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশা-পাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশা-পাশি আইনশৃঙ্খলার উন্নতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাওয়ায় আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এছাড়াও বিগত দিনে এলাকায় যে সব অপরাধ সংগঠিত হয়েছে ভবিষ্যতে যাতে সে সব অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সে ভাবে কাজ করে যাবো।

এ বিষয়ে তিনি স্থানীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সচেতন মহল, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।