শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবরাংয়ে ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিবেদক ::

কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ২নং ওয়ার্ড কোয়াইছড়ি পাড়া এলাকায় সাবরাং মৌজার ৩১১নং খতিয়ানের দীর্ঘ ৫০বছরের ভোগ দখলীয় জমি ক্ষমতার অপব্যবহার করে জাল কাগজপত্র নিয়ে জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে
একই ইউনিয়নের মৃত্যু আব্দুস সালামের পুত্র
নুরুল ইসলাম কালু,হোছাইন আহমদ,
লাইলা বেগম,শাহা জাহান বেগমের বিরুদ্ধে।
উক্ত জমির ওয়ারিশ শামশুল আলম সাবেক ইউপি সদস্য জানান,আমার মরহুম আব্বা ১একর ৭৩ শতক জমি আমার বড় ভাইয়ের নামে রেজিস্ট্রিকৃত করে দেয়।সে ১৯৭৩ সাল থেকে আজ অবদী দীর্ঘ ৫০ বছর পর্যন্ত আমরা ভোগ দখল করে আসছি,
আমাদের সকল বৈধ কাগজপত্র রয়েছে।
কিন্তু একটি কুচক্রী মহল ভূয়া কাগজপত্র সৃজন করে আমাদের এই পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। তিনি আরও জানান,সাবরাং মৌজার ৩১১
নং খতিয়ানের
২৩৪১৫/২৩৪১৬/২৩৪১৭/২৩৪১৮/২৩৪৮১
নং দাগের ১একর ৭৩ শতক জমি রয়েছে।
এতে নাল জমি,বসত ভিটা,পানের বরজ ও ঘরবাড়ি রয়েছে। স্বাধীনতার পর থেকে এ জমি পৈত্রিক ওয়ারিশ হিসেবে আমরা ভোগ দখল করে আসছি।বিগত কয়েক বছর থেকে একটি দালাল চক্র অন‍্য মৌজার লোকের নাম মিল আছে বলে প্রভাব খাটিয়ে
জাল কাগজপত্র সৃজন করে আমাদের এই জমি অবৈধভাবে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে।
তাদের কোন বৈধ কাগজপত্র না থাকার পরও কি কারণে এই জমি দখল করতে আসে আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে ভূমিমন্ত্রী,ডিসি,স্থানীয় সকল প্রশাসন,উপজেলা নির্বাহী অফিসার,এসি ল‍্যান্ড
সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ন‍্যায় বিচার দাবী জানান এই অসহায় সকল ওয়ারিশগণ।