সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাবরাং উত্তর পুরান পাড়া জামে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

টেকনাফ উপজেলা ৪নং সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পুরান পাড়া জামে মসজিদ সংস্কারের উদ্দেশ্যে কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাবরাং উত্তর পুরান পাড়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
টেকনাফ উপজেলা ওলামা পরিষদের সভাপতি ও নয়াপাড়া আল- জামিয়া আল-ফারুকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান মজাহেরী, সাবেক শিক্ষা পরিচালক ও কক্সবাজার আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল্লাহ,

পুরান পাড়া ইবনে মাসউদ (রাঃ) নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল জলিল, দক্ষিণ নয়াপাড়া বাজার ব্যাংক এশিয়ার উদ্যোক্তা, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পুরান পাড়া ইবনে মাসউদ (রাঃ) নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার সাধারণ সম্পাদক ছৈয়দ আলম,সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার,সমাজ কর্মী আলী আহমদ,দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক সময়ের দেশ, টেকনাফ প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, উত্তর পুরান পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল হক,
উত্তর পুরান পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়েজ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আল্লাহর নিকট নামাজ সবচেয়ে উত্তম ও মুক্তির উপায়। মসজিদ নির্মাণ পুন্যের কাজ। মহান রাব্বুল আলামীনের নৈকট্য লাভের এক মাত্র মাধ্যমে হলো নিয়মিত নামাজ আদায় করা। পরিশেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় ও করোনা ভাইরাস হতে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।