রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাবরাং দক্ষিণ নয়াপাড়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি।

২৪ অক্টোবর (রবিবার) সাবরাং দক্ষিণ নয়াপাড়া বাজার কমিটির ব্যবসায়ীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শরিফ, প্রকাশ শরীফ বলি।

তিনি বাজার কমিটির নির্বাচনে সর্বোচ্চ ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
৩১৩ ভোটের মধ্যে পেয়েছেন ১৬৫ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌলভী নুর মোহাম্মদ পেয়েছেন ১৩১ ভোট।

অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন আমিরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান পেয়েছেন ১৩০ ভোট।

২০২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভী কলিম উল্লাহ । অপরদিকে মোহাম্মদ আমিন পেয়েছেন ৯৪ ভোট।

সাধারণ সদস্য পদে প্রথম স্থানে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন ২০৯ ভোট পেয়ে।
এবং দ্বিতীয় স্থানে নির্বাচিত হয়েছেন হাফেজ উল্লাহ ১৮৩ ভোট পেয়ে, এবং তৃতীয় স্থানে নির্বাচিত হয়েছেন ইমাম শরীফ ১৭৪ ভোট পেয়ে, সাধারণ সদস্যদের মধ্যে আমান উল্লাহ ১৩৯ ভোট পেয়েছেন।

এদিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। তারা মনে করেন ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে নির্বাচিত কমিটি।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফ বলি বলেন, আমাকে ৩য় বারের মত সভাপতি নির্বাচিত করায় আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমি কখনো বাজার কমিটির সকল সদস্যদের অমর্যাদা করবোনা।
উল্লেখ্য,এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এরপর যথারীতি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করবে।