ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পর্যায়ে হোষ্ট কমিউনিটির সাথে রোহিঙ্গা কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করণে রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এফ আই ভিডিবির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গতকাল ক্যাম্প ২২ এর সিআইসি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাম্প-ইন-চার্জ মোঃরফিকুল হক,কর্মশালায় সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরনের উপর সামগ্রীক আলোচনা করেন, প্রকল্পের কো-অর্ডিনেটর,সালাউদ্দিন মল্লিক,আরো উপস্থিত ছিলেন,সিবিসিপি অফিসার নাজমা খাতুন,কেইস ম্যানেজমেন্ট অফিসার মো:শাহীন।
টেকনিক্যাল কোঅর্ডিনেটর মো:মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,এপিবিএন,এস আই বাংলাদেশ পুলিশ, এনএসআই,ডিএসবি এর সদস্যসহ ক্যাম্পে কর্মরত অনান্য এনজিওএর প্রতিনিধি এবং সিবিসিপি কমিটির সদসরা উপস্থিত ছিলেন।