সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশের মত কান্দি ইউনিয়নেও সফলভাবে চলছে ভ্যাক্সিন প্রদান কর্মসূচি

প্রকাশিত হয়েছে-

সাংবাদিক আবির আহমেদ হামিদ, জেলা প্রতিনিধি

সরকারী নির্দেশনা অনুযায়ী ১০ই আগষ্ট ২০২১ ইং তারিখে মধ্যে সর্বাধিক পরিমাণে ভ্যাক্সিন প্রদানের যে কর্মসূচি হাতে নেয়া হয়েছে, তারই ফলশ্রুতিতে আজ ০৭ই আগষ্ট ২০২১ ইং রোজ শনিবার শুরু হয়েছে সারাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান কর্মসূচি। সেই নির্দেশনা অনুযায়ী রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নেও স্বতঃস্ফূর্তভাবে ভ্যাক্সিন প্রদান কর্মসূচি।

সকাল থেকেই দেখা যাচ্ছে, সাধারন মানুষ নিয়ম – শৃঙ্খলা মেনেই ভ্যাক্সিন নেয়ার জন্য কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা শুরু করেন। নিয়ম মেনে, মাস্ক পরিধান করে, লাইনে দাড়িয়ে স্বতঃস্ফূর্ত ভাবে একের পর এক ভ্যাক্সিন গ্রহন করছেন।
যদিও সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে তেমন কোন গুরুত্ব দেখা যায় নি। অবাধেই তারা ঠাসাঠাসি করে লাইনে ভীড় করে, কে আগে গিয়ে আগে ভ্যাক্সিন করবে তারই মানসিকতার প্রকাশ করেছেন্

কারও কারও নিকট ভ্যাক্সিন গ্রহন টি যেন এক নতুন অভিজ্ঞতা। তাই অনেকেই অনেক আগ্রহ নিয়ে লাইনে অপেক্ষা করছেন, কখন তার সিরিয়াল টি আসবে আর কখন সে ভ্যাক্সিন টি গ্রহন করবে। আমি নিজেও সিরিয়ালে দাড়িয়ে, দীর্ঘ সিরিয়াল মেইনটেইন করে নিজের জন্য ভ্যাক্সিন গ্রহন করলাম।

কান্দি ইউনিয়নে আমরা দেখেছি, এখানে চীনের তৈরী ভ্যাক্সিন সিনোফার্ম ভ্যাক্সিন টি দেয়া হচ্ছে। এই ভ্যাক্সিন প্রদান কর্মসূচি টি চলবে ১০ই আগষ্ট ২০২১ ইং পর্যন্ত।
আজ কান্দি ইউনিয়নের ৪নং, ৫নং, এবং ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষকে ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। তারা জনসংখ্যার দিকে বিবেচনা করে, পুরো ইউনিয়ন টিকে ৩ দিনের কর্মসূচিতে ভাগ করেছেন। প্রথম দিন অর্থাৎ আজ দিচ্ছে, ৪,৫,৬ নং ওয়ার্ডের জনসাধারণকে, আগামীকাল রবিবার দেওয়া হবে, ১নং, ২নং এবং ৩ নং ওয়ার্ডের জনসাধারণকে। আগামী সোমবার দেয়া হবে ৭,৮,৯ নং ওয়ার্ডের জনসাধারণকে।

সর্বশেষ আগামী ১০ই আগষ্ট ২০২১ ইং রোজ মঙ্গলবার দেয়া পুরো ইউনিয়নে যারা তাদের নির্ধারিত দিনে কোন ব্যস্ততা বা সমস্যার কারনে উপস্থিত থাকতে পারবে না তাদের সকলকে সেদিন ভ্যাক্সিন প্রদান করা হবে।

ভ্যাক্সিন কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য, পুলিশ, গ্রাম্য-পুলিশ সহ আনসারের সদস্যদের মোতায়েন করা হয়েছে। যাতে করে কোন ভাবে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার সৃষ্টি হতে না পারে।