সোমবার , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পাশে থাকার ঘোষণা ডিপো পরিচালক ও পূর্বদেশ সম্পাদক সিআইপি মুজিব

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন বলে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে জানিয়েছেন গতকাল রাতে চট্টগ্রামর সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের শিকার বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান সিআইপি। তবে কনটেইনার থেকেই আগুন ধরেছে বলে তিনি ধারণা করছেন তিনি।

তিনি বলেন, নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবেই সহায়তা করা হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।