রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ পালিত

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি।

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।

১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে একাডেমীক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু এর সভাপতিত্বে পহেলা বৈশাখ–নতুন বাংলা নববর্ষ ১৪২৯ পালন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,সহাকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী, উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক সহ প্রমুখ।

“মঙ্গল” শোভাযাত্রা আয়োজন করেছে টেকনাফ উপজেলা পরিষদ। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখ এ উৎসব পালিত হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। বাংলা নববর্ষ বাংলা ভাষার প্রথম দিন বলা হয়ে থাকে। বাংলা সালকে বরণ করে নেওয়ার জন্য এই উৎসবটি পুরো বাংলাদেশে ব্যাপক আনন্দের সহিত পালন করা হয়।

উপজেলা সহাকারি কমিশনার ভুমি এরফানুল হক বক্তব্যে বলেন, জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঘরে ঘরে সুখ শান্তি বয়ে আনুক সবাইকে ১৪২৯ শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা সবাই এখন সুখে শান্তিতে বসবাস করছি। আসুন সবাই পুরাতন বছরের সমস্ত গ্লানি দুঃখ-বেদনা, ভুলে গিয়ে নতুন বছরের নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন গান, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো শুভ হোক ১৪২৯ শুভ বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সমাপনি বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখ এ উৎসব পালিত হয়।পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করেন।