রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শফিউল করিম স্যারের বিদায়।।। ডাঃ রবি

প্রকাশিত হয়েছে-

Dr. Rabiur Rahman Robi

 

আমার নাড়ীর প্রতিষ্ঠান,যেখানেই আমার ভিত্তি প্রোতিত, উখিয়া উপজেলার সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শফিউল করিম স্যারের বিদায় উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা ও মিলন মেলায় অন্যরকম একটা দিন কাটালাম!
পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা। একই সাথে বেদনা ও আনন্দের!স্যারের বিদায় শব্দটা শুনে বুকের ভেতরটা মোছড় দিয়ে উঠল!কতনা স্মৃতি স্যারের সাথে!
স্যার ছিলেন আমাদের অবিভাবক আর প্রশাসক! স্যারের সুযোগ্য নেতৃত্বে আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এসেছে!

আপনার ভবিষ্যত জীবন সুন্দর হোক!
সবসময় ভাল থাকুন প্রিয় স্যার!