শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ১৬২তম ফুড ইভেন্ট সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা শাখার সহ প্রচার সম্পাদক আবু সাঈদ ও তাঁর ভাই আবু সাইমনের জন্মদিন উপলক্ষে মহতী এই ইভেন্টের আয়োজন করা হয়।

এ উপলক্ষে স্বপ্নযাত্রী আনোয়ারা শাখার সদস্যরা উপজেলার গাউছিয়া তৈয়্যবিয়া নঈনীয়া মডেল হেফজখানার প্রায় ৫০ জন বাচ্চাদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এবং একসাথে রাতের খাবার গ্ৰহণ করেন।

শিশুরা যেমন নিজেদের পরিবারের সদস্যদের মত স্বপ্নযাত্রীদের কাছে পেয়ে এবং কেক কাটার উৎসবের মাধ্যমে খুশি হয়, তেমনি মুহাম্মদ আবু সাঈদ ও মুহাম্মদ আবু সাঈদ নিজের জন্মদিনে কিছু শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে উচ্ছ্বাসিত।

উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন,স্বপ্নযাত্রীর অন্যতম শুভাকাঙ্খী সরওয়ার উদ্দীন সবুজ,মহানগরের সহ সভাপতি রুবেল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাফায়েত রায়হান শিহাব,সহ দপ্তর সম্পাদক তালহা রহমান,চন্দনাইশ শাখার সদস্য রিদুয়ান মোস্তফা,
আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম মল্লিক রাতুল,অর্থ সম্পাদক মাসুদ খান জুয়েল,সহ অর্থ সম্পাদক সাইফুন্নাহার বাবলী,সহ প্রচার সম্পাদক মামুনুর রশিদ তারেক, সদস্য ইমরান,মনিরুল,স্বেচ্ছাসেবক মোজাম্মেল,জাহেদুল,এমদাদ,আবির জাহেদ সহ অনেকে।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন বলেন- উৎসব,অনুষ্টান হোক অবহেলিত, অভুক্ত এবং অসহায়দের সাথে।

আপনি জন্মদিনসহ যে কোন অনুষ্টানের আয়োজন যদি এভাবে শেয়ার করতে চান তবে যোগাযোগ করুন স্বপ্নযাত্রী ফুডব্যাংক টিমের সাথে।