রবিবার , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

স্বরূপকাঠি ইন্দুরহাটে কালবৈশাখী ঝরের খয়খতি

প্রকাশিত হয়েছে-

মোঃ আশরাফুল ইসলামঃ- পিরোজপুর প্রতিনিধি,

নেছারাবাদ স্বরূপকাঠি ইন্দুরহাটে সোহাগদল ইউনিয়নে আজ আনুমানিক দুপুর ১.৩৫ মিনিটে তুমুল বৃষ্টি পাত ও ঘূর্ণিঝড় আরম্ব হয় এ ঘূর্ণিঝড়ে এলাকার বেশ কিছু জায়গায় খয় ক্ষতি হয়। দেখতে পেয়েছি এলাকার বেস কিছু জায়গার রাস্তা ঘাট এর খয় ক্ষতি হয়েছে,,এবং বেস কিছু জায়গায় বিদ্যুৎ সংযঘ বিছিন্ন হয়েছে,,। এতে করে এলাকার সকল মানুষ বিপদ গ্রস্থ ও সমস্যার সম্মুখিন হচ্ছে।

এখনো আকাশে মেঘাচ্ছন্নতা বিরাজ করছে। ধারনা করা হচ্ছে এখনো বৃষ্টি পাতের আসংকা রয়েছে।