বৃহস্পতিবার , ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসে টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

৫১(তম) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

(২৬শে মার্চ শনিবার) ভোরে টেকনাফ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য,টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক, টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ও যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মোঃ আরাফাত সানি,কোষাধক্ষ্য ও উপকূলীয় সাংবাদিক ফোরাম
উখিয়া/টেকনাফের সম্পাদক এবং দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি
এম এ হাসান,
আইসিটি সম্পাদক ও নাফ রিভিও প্রতিনিধি আব্দুল আজিজ, ধর্মবিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ,নির্বাহী সদস্য ও পৌর প্রেসক্লাবের কোষাধক্ষ্য এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,টেকনাফ পৌর প্রেসক্লাবের নির্বাহী সদস্য টেকনাফ ৭১ প্রতিনিধি কেফায়েত উল্লাহ প্রমূখ।

পরে (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে
পুষ্পমাল্য অর্পণ, শেষে কোরআনখানি ও আলোচনা করা হয়।