আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এস,আই মোঃজাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে সুরমা চা বাগানের ২০ নং লালটিলার সামনে থেকে ৪৬ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
রবিবার ৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রাত ১২.৫ ঘঠিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬টা প্লাস্টিকের মোড়ানো বস্তা থেকে ৪৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী দের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে
রবি প্রধান(২৫) রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা(২২) ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান।
আটককৃতদের বিষয় টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচর্জ আঃ রাজ্জাক তিনি জানান
মাদক ব্যবসায়ী দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক আইনে মামলা দায় করে আদালতে প্রেরণ করা হবে।