শুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাটহাজারী থেকে বহিষ্কারকৃত আনাসকে কক্সবাজার লাইট হাউস মাদরাসার মুহতামিম বানানোর পেছনে ঘৃন্য দালালী শুরু করেছে ইয়াসিন হাবীব।

প্রকাশিত হয়েছে-

উপদেষ্টার প্রতিবেদক

 

প্রিয় কক্সবাজারবাসী    আনাসের নব্য দালাল ইয়াসিন হাবীবকে আপনারা সব জায়গা থেকে বয়কট করুন। পুরো কক্সবাজারে তাকে অবাঞ্চিত ঘোষণা করুন।

তরুণ প্রজন্মের পক্ষ থেকে ইয়াসিন হাবীবকে সতর্ক করছি,ইয়াসিন হাবীব! আপনি যদি আনাসের এই ঘৃন্য দালালী বন্ধ না করেন এবং লাইট হাউস মাদরাসা থেকে আনাসকে বহিষ্কার না করা হয় তাহলে পুরো কওমী জগত আপনাকে বয়কট করবে। এই ঘৃন্য দালালীর কারণে অতিসত্বর আপনি জনবিচ্ছিন্ন হবেন এবং তরুণ প্রজন্ম আপনি ইয়াসিন হাবীবকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করতে বাধ্য হবে। সুতরাং -সাবধান হোন। দালালী ছেড়ে সঠিক পথে চলুন।