UkhiyaVoice24.Com
আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী দা. বা. ছেলে আনাস মাদানির অপকর্মে অতিষ্ঠ হয়ে তাকে মাদরাসা থেকে বহিস্কারসহ ৫দফা দাবিতে আজ বুধবা ১৬ সেপ্টেম্বর ২০২০ ইং
বাদ জোহর হতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসায় ছাত্রদের আন্দোলন চলছে।
আনাস মাদানীর অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সোশ্যাল মিডিয়ায় আন্দোলন হলেও মাঠে আন্দোলনের সূচনা আজই হয়েছে।
হাটহাজারীর বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে পেরেছি, আজ বাদ জোহর থেকে সকল ছাত্র মাঠে নেমে আনাস মাদানিকে বহিষ্কারসহ ৫দফা দাবিতে মিছিল-শ্লোগান দিচ্ছে।
ছাত্ররা আনাস মাদানীর রুমের তালা ভেঙে তাকে খুঁজে না পেয়ে তার আসবাবপত্র বাহিরে ছুড়ে ফেলে দিয়েছে। আসর পর্যন্ত এই অবস্থায় আছে, ছাত্ররা মাঠেই নামাজ আদায়ের ঘোষণা দিয়েছে।
এদিকে ৩টা থেকে পুলিশ গেইটের বাহিরে অবস্থান নিলেও গেইট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারছেনা, এবং পুলিশের তরফ থেকেও কোন মারমুখী আচরণ পাওয়া যায়নি। এই পর্যন্ত ছাত্রদের আন্দোলন শান্তিপূর্ণই আছে।
এদিকে মাদরাসার সকল উস্তাদদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে সকল উস্তাদের রুমের সামনে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে।