রবিবার , ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি হয়ে বাথরুমে বাচ্চা প্রসব করলেন এক নারী

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ আশরাফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি

বরিশাল বিভাগে পিরোজপুর জেলার থানায় স্বরূপকাঠীর শেখ নেয়ামত উল্লাহ এখন সুপার হিরো বাবা। স্ত্রী শিল্পীকে প্রসববেদনা নিয়ে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে। এখনি ডাঃ সিজার কারার পরামর্শ দেন। তাই বিশেষ একটি ঔষধ কিনতে স্বামী হাসপাতালের বাহিরে চলে যান। এদিকে সহধর্মিণী শিল্পী টয়লেট করতে যান বাথরুমে এবং সেখানেই কমোডে সন্তান প্রসব করে ফেলেন।

কিন্তু সন্তান না দেখে কান্না কাটি শুরু করে দেন। ইতোমধ্যে স্বামী নেয়ামত এসে দেখে এই অবস্থা। সাথে সাথে টয়লেট পাইপে হাত ঢুকিয়ে দেন কিন্তু কিছুই পাওয়া গেলো না। হাতুড়ি নিয়ে এবার পাইপ ভাঙতে থাকেন। মহান রাব্বুল আলামীনের দয়ায় একপর্যায়ে নবজাতকের সন্ধান পেয়ে যায়। আলহামদুলিল্লাহ।

ডাঃ তালুকদার চেক-আপ করে বলেছেন নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছেন।উল্লেখ্য ফায়ারসার্ভিস খবর দিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শেখ নেয়ামত উল্লাহার বাড়ি গোনমান গ্রামে শেখ পাড়া বাজার এলাকায় এবং পেশায় একজন জেলে। নবজাতকের জন্য শুভকামনা রইলো। রাখে আল্লাহ মারে কে!