রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হিলি রেলস্টেশনে ১ বছর পর ভারতীয় চিটাগুড় আমদানি শুরু

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

এক বছর পর দিনাজপুরের হিলি রেলস্টেশনে ভারতীয় চিটাগুড় আমদানি শুরু হয়েছে। ৫০ টি ট্যাংকে (বিটিপিএন) ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশন। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা।

তপন কুমার বলেন, ‘ভারত থেকে বেনাপোল হয়ে ৫০ টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩৫ ট্যাংক বুধবার হিলি স্টেশনে এসে পৌঁছাই। বাকি ১৫টি ট্যাংক যশোরে অবস্থান করছে। ৫০ টি ট্যাংকে ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা।’

তিনি আরও বলেন, ‘জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করছেন।’