বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

হেফাজতের নব গঠিত ১৫১ জনের কমিটির প্রথম সারিতে যারা রয়েছেন

প্রকাশিত হয়েছে-

UkhiyaVoice24.Com

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নব গঠিত ১৫১ জন কমিটির প্রথম সারিতে যারা রয়েছেন থাদের নাম উল্লেখ করা হয়েছেন

১;
আমীরে হেফাজত নির্বাচিত হলেন শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব।

২;
নায়েবে আমীর নির্বাচিত হলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদি। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জ্বী। মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। মাওলানা সালাউদ্দিন নানুপুরী। মাওলানা মুফতী আহমদ উল্লাহ। মাওলানা শাইখ আহমদ সাহেব। মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। মাওলানা আরশাদ রহমানী, মাওলানা জালাল আহমদ প্রমুখ।

৩;
মহাসচিব নির্বাচিত হলেন আল্লামা নূর হোসেইন কাসেমী সাহেব।
৪;
প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী সাহেব।
আল্লামা আব্দুস সালাম চাটগামী। আল্লামা আব্দুল হালিম বোখারী। আল্লামা সুনতান জওক নদভী প্রমুখ।
৫;
সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব।
৬;
সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মাওলানা সাখাওয়াত হুসাইন রজি সাহেব।
৭;
যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব প্রমুখ।
৮;
প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
৯;
সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা হারুন ইজহার।
১১;
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
১২
বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার।
১৩;
অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী।

নবীন প্রবীণের সমন্বিত নব গঠিত কমিটি হেফাজতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আশাকরি। শুভ কামনা।

https://m.facebook.com/story.php?story_fbid=762325134383875&id=410183906264668

সকল দায়িত্বশীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা ?

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ