শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজত মহাসচিব এর জন্য দেশবাসীর কাছে দো’আ চেয়েছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী :- চট্টগ্রাম,

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দো’আ চেয়েছেন, দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব।

আজ ২৮ নভেম্বর রবিবার গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী দেশের শীর্ষ আলেমদের অন্যতম। দ্বীনের স্বার্থে সকল প্রকার ত্যাগ স্বীকার করে ইসলাম, দেশ ও আলেম-ওলামাদের কারামুক্তির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি গতকালও নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার প্রেসক্লাবে ওলামা মশায়েখ সম্মেলন করেছেন। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার আরো অবনতি হয়।

তিনি বর্তমান লাইফ সাপোর্টে আছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তার থাকাটা খুবই জরুরি। তাই আমি দেশবাসীর কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দো’আ চাচ্ছি।