শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হোটেল মোটেল জোনের আলম গেস্ট হাউজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম আজাদঃ- কক্সবাজার সদর প্রতিনিধি

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আলম গেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় তালুকদার নামের এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। হোটেল কক্ষে সঞ্জয়ের সাথে নুপুর নামে এক নারীও ছিল।

শনিবার সকালে হোটেল কক্ষ থেকে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সঞ্জয়ের সাথে থাকা ওই নারী জানান, সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা- উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

নিহত সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫নং কক্ষ ভাড়া নেন ১ ডিসেম্বর।

হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের থাইংসিঙ্গাপুর ভুঁইয়াঘাঁটি এলাকার বাসিন্দা উল্লেখ করেন।