মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

হ্নীলায় গভীররাতে ব্যাংক ডাকাতি

প্রকাশিত হয়েছে-

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ উপজেলার হ্নীলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংক এবং দোকান চুরির ঘটনা ঘটেছে। সিসির টিভির ফুটেজে চোর সনাক্ত করা গেলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সুত্র জানায়,শ্রমিক দলের প্রচার সম্পাদক,মোঃ আলম প্রকাশ (মিত্রুি মোঃ আলম)
গতকাল হ্নীলাতে রাত ১২ টা দিকে গ্রামীণ ব্যাংক ও মালিক ফার্নিচার মাঠের দরজা তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ থানায় সাধারণ ডায়েরি করেছেন হ্নীলার জামাল মার্কেটের মালিক জামাল আহমেদ। জামাল আহমদ নিজের ফেসবুকে পোস্টে জানান,হ্নীলাতে গ্রামীন ব্যাংক ডাকাতি, মালেক সওদাগরের দোকান চুরি, ডাকাত পশ্চিম শিকদার পাড়ার মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ আলমকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হোক।

এই রকম অপরাধীদের কে দ্রুত আইনের আওতায় না আনলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে জানান স্থানীয়রা।