বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে-

প্রেস বিজ্ঞপ্তি:

মহান বিজয় দিবসে জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৬ ডিসেম্বর ২৩ ইং শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল্লাহ নূরী ও সাধারণ সম্পাদক, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের নেতৃত্বে শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন ও মোঃ সাহাব উদ্দিন সিকদার প্রমুখ।

এসময় সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে।