শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ৩০১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ‍ওই মূর্তিটি উদ্ধার করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আলমগীর কবির জানান, ২৯ বিজিবির অধীন সীমান্ত এলাকায় আমড়া গ্রামের বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম নিজ জমিতে মাটি খননের সময় ৩০১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির সন্ধান পান। তিনি আমড়া সীমান্ত ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ি কমান্ডার সুবেদার মো. শুকশাহের নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে ২৯ বিজিবি সদর দফতরে জমা দেন।

মূর্তিটির আনুমানিক বাজারদর ৩ কোটি ১ লাখ টাকা বলে জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক।