বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

৮ এপিবিএন’র অভিযানে এক মাসে গ্রেফতার-৯৩,অস্ত্র,মাদক উদ্ধার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক,

উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এক মাসে ৯৩জন আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার(৩ ডিসেম্বর) গত এক মাসের অভিযানের তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

৮ এপিবিএন সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮এপিবিএন’র চলমান বিশেষ অভিযানে গত নভেম্বর মাসে ৯৩ জন আসামী গ্রেফতার করা হয়। নভেম্বর মাসে ১৫৯টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৫৭হাজার ৮শ ৩৫পিস ইয়াবা,৪৭ ভরি স্বর্ণ,

৩ লক্ষ ৬৯হাজার টাকা,২রাউন্ড গুলি,
২৩ টি হাসুয়া জব্দ করা হয়।

৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান,নভেম্বর মাসে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩জন দুষ্কৃতকারী আটক, অস্ত্র,মাদক,টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান,ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে। ক্যাম্পে অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।