শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৯২ ব্যাচের ৩০বছর বর্ষপূর্তি উৎসব মিলন মেলা ২০২২, মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় এস.এস.সি ৯২ কক্সবাজার জেলা ভিত্তিক আয়োজিত আগামী ৫ ফেব্রুয়ারি ২০২২ ইং শনিবার সারাদিন মোটেল উপল জারা কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ বছর বর্ষপূর্তি উৎসব মিলন মেলা ২০২২।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে বসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আগত অতিথি বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মুর্শেদ, ৯২ ব্যাচের কক্সবাজার জেলা এডমিন ইফতিয়ার আহাম্মদ চৌধুরী, এড.একরামুল হক,আব্দুল্লাহ আল হাকিম বাবুল,মুহাম্মদ ছুরত আলম শিক্ষক, উখিয়া উপজেলা এডমিন মাস্টার রুপন দেওয়ানজী, নাছির উদ্দীন শিক্ষক, আশিষ কুমার বড়ুয়া শিক্ষক, সাংবাদিক এম আয়াজ রবি, এড. রবিন্দ্র দাশ রবি,সিজাজুল ইসলাম এনজিও কর্মকর্তা, মোঃ আবু সাইম এনজিও কর্মকর্তা,মোঃ কামাল উদ্দিন, মনোজ বড়ুয়া শিক্ষক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারষ্পরিক সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয়। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী ও সুন্দর হয়।

আজ তাঁরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এস.এস.সি ৯২ কক্সবাজার জেলা ভিত্তিক আয়োজিত অনুষ্ঠানের আগামী ৫ ফেব্রুয়ারি ২০২২ ইং শনিবার সারাদিন মোটেল উপল জারা কনভেনশন হলে অনুষ্ঠিত ৩০বছর বর্ষপূর্তি উৎসব মিলন মেলা ২০২২ অনুষ্ঠানের সফলতার লক্ষ্যে উখিয়া উপজেলা ৯২ ব্যাচের বন্ধুরা স্বতঃষ্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছেন।