শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

এসএনডিসি ভোলা জেলা শাখার আয়োজনে ফ্রি মাস্ক,সাবান ও লিফলেট বিতরন কর্মসূচী পালিত

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি

 

শুক্রবার বেলা ১১ ঘটিকার সময়
এসএনডিসি বাংলাদেশ এর ভোলা জেলা শাখার আয়োজনে,ভোলা প্রেস ক্লাব এর সামনের রাস্তায় এবং বাংলা স্কুল মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি মাক্স সাবান ও লিফলেট বিতরন করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে সকল মানুষের মাঝে, করোনা ভাইরাস প্রতিরোধে সর্বদা বাহিরে থাকা কালীন সময় মাক্স পরে থাকা এবং নিজে সুস্থ থাকা সমাজের সকলকে সুস্থ রাখা বিষয়ে, সচেতন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন এসএনডিসি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি তানজীল ইসলাম শুভ,
কেন্দ্রীয় প্রতিনিধি,ডালিম, সার্বিক তত্তাবধানে-জয়ন্ত চন্দ্র সোমদ্দার,এসএনডিসি ভোলা জেলা শাখার প্রতিনিধি মোঃ আকাইদ হোসেন, এসএনডিসি
ভোলা শাখার সদস্য আরিফুল হাসান,জাকিয়া আক্তার ইতু,রাকিব হোসেন,ইস্রাফিল,ফারহান আহমেদ (সুমন),ইমাম হাসান,পলাশ চন্দ্র ভক্ত,স্বাধীন ইসলাম নিলয়,রিয়াজুল ইসলাম,আবুল হাসনাত প্রমুখ।