Month: আগস্ট ২০২১

  • চট্টগ্রাম খুলশী এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল এবং ০১ টি ম্যাগজিনসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব

    চট্টগ্রাম খুলশী এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল এবং ০১ টি ম্যাগজিনসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ আগস্ট ২০২১ ইং ০৭.১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল এবং ০১ টি ম্যাগাজিন উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাহীন (২৫), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-গাছুয়া ফুল ঘাট, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- ওয়ার্লেস কলোনী, থানা-খুলশী, চট্টগ্রাম মহানগর এবং ২। মোঃ সুমন (৩৫), পিতা-মোঃ মোতাচ্ছের, সাং-ওয়ার্লেস কলোনী, থানা- খুলশী, চট্টগ্রাম মহানগর বলে জানা যায়।

    প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদাত্ত আহবান

    হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদাত্ত আহবান

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।

    আলেম ওলামা ও সর্বস্তরের জনগণের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর (দাঃবাঃ) এর উদাত্ত আহবান

    নব নির্বাচিত আমিরে হেফাজত, মুজাহিদে মিল্লাত, জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দাঃ বাঃ) এক বিবৃতিতে বলেনঃ
    ‘গত ৯ ই মুহাররাম ১৪৪৩ হিঃ মোতাবেক ১৯ আগষ্ট ২০২১ ইং রোজ বৃহষ্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রামের সি এস সি আর হাসপাতালে আমার কলিজার টুকরা ভাগিনা, আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ, এর ইন্তেকালের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মজলিসে শুরা ও কার্যকরী পরিষদের পরামর্শে আমিরের পদশূণ্যতা পূরণের লক্ষ্যে রাত ১১.২৫ মিনিটে তাঁর জানাযার পূর্ব মুহুর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম মহাসচিব আল্লামা নূরুল ইসলাম সাহেবের মাধ্যমে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার পক্ষে এত মহৎ দায়িত্ব আদায় করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। তারপরও যেহেতু নাম ঘোষণা হয়েগেছে। তাই আমি যথা সম্ভব আল্লাহর রহমতে দায়িত্ব পালন করা এবং আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানী সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পুরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে ভবিষ্যতে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য আল্লাহ তাআলা যেন সৎ, মুখলিস ও যোগ্য নেতৃত্বের ব্যবস্থা করে দেন, এই জন্য সবাই দোয়া করবেন’।
    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষের আকীদা বিশ্বাস, ঈমান আমল, দ্বীনি চিন্তা-চেতনা ও ইসলামী মূল্যবোধ রক্ষার এই আন্দোলন এবং দল মত নির্বিশেষে সকল মুসলিম জনসাধারণের আস্থা ও ভক্তির আধার, সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ কে ধরে রাখা, বরং ধীরে ধীরে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়নের জন্য সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ঈমানী দায়িত্ব। আমাদের কিছু লোকেরা চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে এটা হওয়া উচিত নয়। মূলতঃ মানুষ পৃথিবীতে আসে ক্ষনিকের জন্য। কেউ এখানে চিরস্থায়ী হয় না। একদিন সবাই কে চলে যেতে হয়। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমাদেরকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাস্ট্রীয় জীবনে সঠিক আকীদা-বিশ্বাস, ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই মিলে মিশে কুরআন সুন্নাহ মতে সালাফের পদ্ধতি ও আকাবিরের উসূল মেনে কাজ করলে খুব শীঘ্রই আমরা হেফাজতে ইসলাম কে পূণর্বহাল করতে সক্ষম হব। বরং সময়ের সাথে সাথে একে আরো ত্বরান্বিত করতে এবং সমুন্নত রাখতে পারব ইনশা আল্লাহ।
    তাই আসুন! সবাই এক হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করি এবং হেফাজতে ইসলাম এর মতো একটি সর্বস্তরের মুসলিম জনতার সংগঠন থেকে দেশ ও জাতির আশা-আখাঙ্কা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করি, যাতে করে মানুষ তাদের দ্বীন-ঈমান ও আমল-আখলাকের ব্যাপারে স্বস্থি ফিরে পায়।
    আমি বাংলাদেশের সকল তৌহিদী জনতার কাছে আকুল আবেদন করছি, আপনারা সব ধরণের ভেদাভেদ ভূলে গিয়ে মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের ন্যায় সম্মিলিত ভাবে পূর্ণ ইখলাসের সহিত কাজ করে হেফাজতে ইসলামের হাত কে মজবুত করুন। এভাবে কাজ করলে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুসলিম জনতার প্রাণের আশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ।
    আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশ ও জাতিকে সবধরণের সংকট ও বালা মুছীবত থেকে রক্ষা করেন। আর যেন সদ্য প্রয়াত আমিরে হেফাজত, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং তাঁর পূর্বের আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী কে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং আমাদের সবাইকে তাঁর রেজামন্দির উদ্দেশ্যে দ্বীনের কাজ করার তৌফীক দান করেন। আমীন

  • মানবতার সেবায় নিয়োজিত কোটবাজার অরিজিন হাসপাতাল, স্হান পরিবর্তন করা হবে

    মানবতার সেবায় নিয়োজিত কোটবাজার অরিজিন হাসপাতাল, স্হান পরিবর্তন করা হবে

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবামুলক প্রতিষ্ঠান, উখিয়ার বাণিজ্য কেন্দ্র ও ব্যস্ততম শহর কোটবাজার স্টেশনে ২০১৫ সালে শুরু হয় Origin Hospital. প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান ও ঘরে ঘরে ক্যালেন্ডার পাঠানোসহ যাবতীয় মানুষের সেবা করায় ভালবাসা লাভ করেছেন কোটবাজার Origin Hospital.

    উক্ত সেবামূলক প্রতিষ্ঠানে
    নিয়মিত রোগী দেখেন

    ডাঃ রবিউর রহমান রবি
    ডাঃ দেলোয়ার হোসেন
    ডাঃ এ. এইচ. সুমন
    ডাঃ শাহীন আক্তার
    ডাঃ আরিফা মেহের রুমি
    ডাঃ মেরাজ হোসাইন চয়ন
    ডাঃ মাসুমা নাসরিন শিফা
    ডাঃ কানন বড়ুয়া
    ডাঃ জেসমিন আক্তার
    ডাঃ সেলিম শাহ বাবু
    ডাঃ রাবেয়া সুলতানা
    ডাঃ তাজরীনা ইসলাম।

    এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহের বিভিন্ন দিনে চেম্বার করেন বলে জানান
    হাসপাতাল পরিচালক এমডি মুহাম্মদ ইউনুছ।

    এই সেবামুলক প্রতিষ্ঠানটি ২০১৫ সাল হইতে সেবা দিয়ে আসছেন কোটবাজার স্টেশনের প্রধান সড়কের পূর্ব পাশে তোফাইল ফাতেমা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ও তৃতীয় তলায়।

    হাসপাতাল পরিচালক কমিটির পরামর্শ ক্রমে স্হান পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। নতুন ঠিকানা হচ্ছে কোটবাজারের কাঁচা বাজারের পশ্চিম পাশে এস. আলম প্লাজা, প্রধান সড়ক, কোটবাজার।
    অল্প সময়ের মধ্যে হাসপাতালের স্হান পরিবর্তন ও ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে বলে জানান হাসপাতাল পরিচালনা কমিটির এমডি মুহাম্মদ ইউনুছ ভাই।

  • ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে পথশিশুদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের শিক্ষা আসর ও খাবার বিতরণ কর্মসূচি পালিত

    ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে পথশিশুদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের শিক্ষা আসর ও খাবার বিতরণ কর্মসূচি পালিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    “স্বচ্ছ, দক্ষ ও জবাদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলাম-ই কার্যকর পন্থা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর গৌরবময় পথচলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অদ্য ২৩ আগস্ট’২১ রোজ সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে স্টেশনে নগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান এর সঞ্চালনায় পথশিশুদের জন্য শিক্ষা আসর ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    শিক্ষা আসরে পথশিশুদেরকে কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। পাশাপাশি তাদেরকে নামাজ পড়া, সদা সৎপথে চলা, সত্য বলার প্রতি উদ্দীপ্ত করানো হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি মুহাম্মাদ নাজিম উদ্দিন। তিনি বলেন, ৮০ দশকের মধ্যভাগ থেকে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশে নেমে আসে বিভীষিকাময় অধ্যায়। দেশের ছাত্রদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া হয়ে ওঠে স্বার্থান্বেষী মহল। ছাত্রদেরকে দিয়ে ঘটানো হয় খুন, ধর্ষণ ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড। ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয় ছাত্রদের। তখন তাদের উন্নত চরিত্র গঠন, লেখাপড়ার মনোযোগ ও শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অপরিহার্য হয়ে ওঠে। সেই গুরুত্বকে উপলব্ধি করেই ৯০ দশকের প্রথমেই ১৯৮১ সালের ২৩ শে আগস্ট তৎকালীন প্রখ্যাত সুফি সাধক ও রাজনীতিবিদ মরহুম মাওলানা ফজলুল করীম রহঃ (পীর সাহেব চরমোনাই) প্রতিষ্ঠা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামের একটি ছাত্র সংগঠন। যা ১৯৯১ থেকে ধারাবাহিকভাবে আজও দেশের আপামর সাধারণের কল্যাণ ও ছাত্রদের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে পরিচালিত হচ্ছে।
    তিনি পথশিশুদের ইশা ছাত্র আন্দোলনের সদস্য হয়ে তাদেরকে উন্নত জীবন গঠনের প্রতি আহবান করেন।

    শিক্ষা আসর শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শাজাহান হোসেন, নির্বাহী সদস্য সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ সহ থানা নেতৃবৃন্দ মুহাম্মদ রিমন ও মুহাম্মদ মুজাহিদ।

  • আল্লামা জুবায়েদ বাবুনগরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আল্লামা জুবায়েদ বাবুনগরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিলের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ছিলেন
    – জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমদের অন্যতম একজন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিল ও আল্লাহ বিরোধী শক্তির মোকাবেলায় অত্যন্ত প্রতিবাদী ছিলেন। বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধেও ময়দানে কাজ করেছেন তিনি। তিনি হাটহাজারী মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন সুনামের সাথে। আল্লামা বাবুনগরীর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মর্দে মুজাহিদকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

    আজ (২১ আগষ্ট ২১) শনিবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যবির্বাহী কমিটির মাসিক সভায় সভাপতি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দিন সিরাজ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নুরী, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আখতারুজ্জামান, মুফতি রফিকুন্নবী হাক্কানী, মুফতি সানা উল্লাহ নুরী, মাওলানা শাহজাহান হাবিবী, মাওলানা রেদওয়ান আহমেদ প্রমুখ।

    সভা শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

  • নিষেধাজ্ঞা শিথিল অবশেষে চিরচেনা রূপে ইনানী সমুদ্র সৈকত

    নিষেধাজ্ঞা শিথিল অবশেষে চিরচেনা রূপে ইনানী সমুদ্র সৈকত

     

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের ৪ মাস ১৯ দিন পর অবশেষে আজ থেকে (১৯ আগস্ট) শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উখিয়া ইনানী, পাথর রাণী বিচ সহ কক্সবাজারের সব বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে । করোনার কারণে প্রায় ৪ মাস ১৯ দিন ধরে অন্যান্য পর্যটন স্পষ্টের পাশাপাশি ইনানী সমুদ্র সৈকতেও প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। যার কারণে পর্যটকশূন্য ছিল সৈকত।

    বৃহস্পতিবার (১৯ আগস্ট) আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে উখিয়ার ইনানী সমুদ্র সৈকত। বিকেলের মধ্যেই ইনানী সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোও প্রাণ চাঞ্চল্যে ভরে উঠছে।

    বরণ করে নিতে পর্যটকদের ইনানী ও আশপাশের হোটেল-মোটেল ও রেস্তোরোঁগুলো পরিচ্ছন্নতা শেষে উপযোগী করে আজ পুণরায় চালু হয়েছে।

    সমুদ্র সৈকতে অবস্থিত ছোট ছোট দোকান, হকার, শামুক-ঝিনুকের দোকানগুলোও খোলা হয়েছে।

    সমুদ্র সৈকতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রশাসন এর বেশ কিছু শর্ত আরোপ করে দিয়েছে। এমনকি সৈকতে মাস্ক পরিধান থেকে শুরু করে বালুচরের পর্যটন ছাতার দুরত্ব, হোটেল-রেষ্টুরেন্টের টেবিল-চেয়ারের দুরত্ব অবশ্যই তিন ফুটের বেশি রাখারও নির্দেশনা বাধ্যতামূলক বলে ঘোষণা দেওয়া হয়েছে।

    সাগর পাড়ের বিচ মার্কেট, সৈকতের কিটকট, বিচ বাইক ও জেটস্কি, প্যারাসেইলিংসহ সব কিছুতেই দূরত্ব বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

    পুরনো রূপে ফিরতে শুরু করেছে চিরচেনা ইনানী সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় করতে শুরু করেছেন পর্যটকসহ দর্শনার্থীরা। দীর্ঘসময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
    পর্যটকদের সমাগমে ইনানী সমুদ্রসৈকত এখন মুখরিত। নেচে-গেয়ে দীর্ঘদিনের ঘরবন্দী মানুষ মিলিত হয়েছে প্রাণের স্পন্দনে।সব কিছু মিলিয়ে দীর্ঘদিনের সুনসান নীরব পর্যটনকেন্দ্র ইনানী পুনরায় ফিরে পেয়েছে পূর্ণতা। সৈকতের দর্শনীয় স্থানগুলো বাইকে ঘুরে দেখছেন ভ্রমণপিপাসুরা।

    স্থানীয় দর্শনার্থী আহমেদ শফি বলেন, “করোনা পরিস্থিতি কারণে সৈকত প্রবেশ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি সৈকতে প্রবেশে শিথিলতার আসার পর ঘুরতে আসলাম। এখন সৈকতে এসে অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ সমুদ্র সৈকত প্রত্যেক ভ্রমণপিসাসুর জন্য পছন্দের একটি স্থান।”

    ঢাকা থেকে আসা পর্যটক করিম বলেন, “ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে সৈকত দেখতে আসলাম। এখন সৈকতে এসে দীর্ঘদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করছি।”

    আরেক পর্যটক তাহমিনা বলেন, “এখন সৈকত দেখে মনে হচ্ছে সেই পুরানো চিরচেনা সৈকতকে ফিরে পাচ্ছি জনগণের সমাগম দেখে। শুধু বাড়তি যুক্ত হয়েছে কিছু মানুষের মুখে মাস্ক আছে, আবার অনেকে হ্যান্ডস গ্লাভস রয়েছে। কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছে, আবার অনেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। যা আমাদের সবার জন্যই ক্ষতি।”

    বিচ চালক হামিদ বলেন, “অনেক দিন পর প্রাণ ফিরে পেয়েছি। কারণ সৈকতে মানুষজন আসছে। তাদেরকে বিচ বাইকে চড়িয়ে কিছু অর্থ উপার্জন হচ্ছে।”

    ফটোগ্রাফার আব্দুল্লাহ বলেন, “দর্শনার্থীদের ছবি তুলতে ক্যামেরা হাতে সৈকতে নেমেছি অনেক দিন পর। সকাল থেকে বিকেল পর্যন্ত ৫’শ টাকা আয়ও করেছি। এখন খুবই খুশি লাগছে।”

    আজ থেকে আবারও চিরচেনা সেই পুরনো রূপে ফিরবে সমুদ্র সৈকত। থাকবে না আর পাখিদের কিচিরমিচির ও সাগরলতার স্বাধীন চৈতন্য।

    করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তার প্রতিরোধে দেশব্যাপী বিধিনিষেধ ও কঠোর বিধিনিষেধ আরোপ চলাকালে চলতি বছরের ১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় দেশের সব পর্যটনকেন্দ্র। প্রায় সাড়ে ৪ মাস পর কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র খোলা হয়েছে (১৯ আগস্ট)। গত ১০ আগস্ট থেকে দেশের সব বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো খুলে দেওয়া হয়।

  • আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

    বার্তা সম্পাদক আলমগীর ইসলামবাদী।

    হেফাজতে ইসলাম বাংলাদেশের এর আমীর মজলুম জননেতা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) অদ্য ১৯ আগস্ট ২০২১ ইং, ৯ মুহররম ১৪৪৩ হিজরী বৃহস্পতিবার দুপুর ১২, ৫০ ঘটিকার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

    দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস।
    তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে জুনায়েদ বাবুনগরী সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার সকালের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

    মুহাম্মদ জুনায়েদ (যিনি জুনায়েদ বাবুনগরী নামে অধিক পরিচিত) (৮ অক্টোবর ১৯৫৩ – ১৯ আগস্ট ২০২১) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইসলামি বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ২৪.কম ও কওমিভিশন.কমের প্রধান উপদেষ্টা সহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তার অনুসারীরা তাকে ‘মজলুম জননেতা’, ‘কায়েদে মিল্লাত’, ‘আপোষহীন সিপাহসালার’ ইত্যাদি উপাধিতে ডেকে থাকে। তিনি পাকিস্তানের বিখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ইউসুফ বিন্নুরীর শিষ্য। মুসলিম নেতা হিসেবে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়। তিনি ২০১৩ সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন।

  • চট্টগ্রামে অভিযান চালিয়ে ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী ০২ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

    চট্টগ্রামে অভিযান চালিয়ে ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী ০২ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সিফাত মেডিকেল হল নামীয় ফার্মেসী এবং শাহ আব্দুল মালেক মেডিকেল নামীয় চেম্বারে কতিপয় ব্যক্তি ভ‚য়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চেম্বার খোলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ আগস্ট ২০২১ ইং তারিখ ১৯২০ ঘটিকা হতে ২০৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। যীশু চৌধুরী (৪৪), পিতা-মৃত পরিমল চৌধুরী, সাং-দক্ষিন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- নন্দন কানন, থানা- কোতয়ালী, চট্টগ্রাম মহানগরী এবং ২। আশীষ মজুমদার (৩৮), পিতা-সুনীল চন্দ্র মজুমদার, সাং-গোবিন্দপুর, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মাইজপাড়া, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে নিজেদের ভ‚য়া ডাক্তার বলে স্বীকার করলে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভ‚য়া এমবিবিএস ডক্তার সেজে নিরীহ রোগীদের নিকট ডাক্তারী ব্যবস্থাপত্র প্রদান করতঃ তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ভোলায় (বায়ান্ন -৫২)পিছ অটোরিক্সার চোরাই ব্যাটারি’সহ আটক-১

    ভোলায় (বায়ান্ন -৫২)পিছ অটোরিক্সার চোরাই ব্যাটারি’সহ আটক-১

    সাহিদুর রহমান ,ভোলা।

    গত ১৭/০৮/২০২১ ইং তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) পিতাঃ মোঃ আনছার আলী, সাং-গুপ্তমুন্সি, ০৮ নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা ইউপি, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা এর বসত ঘর হইতে ৫২ (বায়ান্ন) পিচ বিভিন্ন কোম্পানী ও সাইজের অটোরিক্সা (বোরাক) এর ব্যটারী উদ্ধার করা হয়েছে। আসামী মোঃ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর মডেল থানার এসআই(নিঃ) মোঃ সোহাগ সরদার, সঙ্গীয় ফোর্স সহ আসামী জাহাঙ্গীর হোসেন এর বাড়ী হইতে সাক্ষীদের উপস্থিতিতে চোরাই ব্যাটারীগুলো উদ্ধারপূর্বক জব্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

    এদিকে ভোলা সদর থানার পক্ষহতে জানানো হয়, যদি কারো অটোরিক্সা/অটোরিক্সার ব্যাটারী ইতিপূর্বে চুরি হয়ে থাকে, তবে তাদেরকে ভোলা সদর মডেল থানায় উপস্থিত হয়ে ব্যাটারী শনাক্তের জন্য বলা হইল।

  • ইনানীতে ২ সেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রযোজনায় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    ইনানীতে ২ সেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রযোজনায় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন প্রতিজ্ঞা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন কক্সবাজার ও ইনানী ইসলামী যুব ঐক্য পরিষদ।

    এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আজ ১৫ ই আগস্ট রবিবার সকাল ১০:৩০ মিনিট থেকে ৫.০০মিনিট পর্যন্ত ইনানী চারা বটতলী এস,আলম মার্কেটের সামনে অর্থাৎ (মাওলানা জাকের উল্লাহ ফার্মেসীর সামনে) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পাইন ২০২১অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচির মাধ্যমে প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান

    বক্তব্যে তিনি মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সংশোধন হতে না পারলে ইনানী ছেড়ে নিজেদের পালিয়ে যাওয়ার জন্য বলেছেন অন্যথায় ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

    তিনি ইনানীকে মাদক ও অপরাধ মুক্ত করার জন্য সকলের কাছে আন্তরিক সযোগিতা চেয়েছেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম উদ্দিন বাপ্পী সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।