Month: আগস্ট ২০২১

  • পৌরবাসীর জন্য এবার ব্যতিক্রমী ‘করোনা প্রতিরোধক বুথ’ নিয়ে এলেন মেয়র মুজিব

    পৌরবাসীর জন্য এবার ব্যতিক্রমী ‘করোনা প্রতিরোধক বুথ’ নিয়ে এলেন মেয়র মুজিব

    সাইফুল ইসলাম আজাদ,কক্সবাজার সদর প্রতিনিধি

    “টান দিলেই মাস্ক, চাপ দিলেই সেনিটাইজার”
    সেই সাথে ব্যবহৃত মাস্ক ফেলার ডাস্টবিনতো আছেই”। পৌরবাসীর জন্য এমন ব্যতিক্রমী ‘করোনা প্রতিরোধক বুথ’ নিয়ে এসেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বুথগুলো বসানো হবে।
    সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমবারেরমতো ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন নগর পিতা।
    শুক্রবার (৬ আগষ্ট) সকালে কক্সবাজার পৌরসভা প্রাঙ্গণে ‘করোনা প্রতিরোধক বুথ’র’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত এক বছর ধরে আমরা অদৃশ্য শক্তি করোনা বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা জয়ী হবো ইনশাআল্লাহ। তাই করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন। সাবান—পানি দিয়ে হাত পরিষ্কার করুন। সেই সাথে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখারও আহবান জানান জেলা প্রশাসক।
    উদ্বোধনকালে মেয়র মুজিবুর রহমান বলেন, ‘কক্সবাজারে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়ে ঝরে পড়ছে অনেক তাজা প্রাণ। এমন কঠিন পরিস্থিতিতেও করোনা ভাইরাস প্রতিরোধে পরিকল্পিতভাবে নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কক্সবাজার পৌরসভা। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পৌরবাসীর মাঝে প্রতিদিন বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এবার পৌরবাসীর জন্য জেলায় প্রথম আনা হয়েছে ‘করোনা প্রতিরোধক বুথ’। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ১০টি ‘করোনা প্রতিরোধক বুথ’ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে। পর্যায়ক্রমে বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান মেয়র।
    এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা মং, কাউন্সিলর আকতার কামাল, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ, প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম ও জনসংযোগ কর্মকর্তা আহসান সুমনসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

  • ড.আ ফ ম খালিদ হোসাইন এর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন-বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী

    ড.আ ফ ম খালিদ হোসাইন এর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন-বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী

    আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মানিত উপদেষ্টা, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার,বহুমুখী প্রতিভার অধিকারী, জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস, চট্টলার কৃতিসন্তান,
    বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও রাষ্টচিন্তক
    আল্লামা ড.আ ফ ম খালিদ হুসাইন সাহেব দাঃবাঃ গুরুতর অসুস্থ হয়ে ডাঃ এর সরানাপন্ন হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

    আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়ে বাসায় ডাঃ এর পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন,

    গত (০৭ আগষ্ট ২১) শনিবার বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও ভাইস চেয়ারম্যান, মাওলানা আবদুল করিমসহ বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী পরিচালনা পরিষদের সকল দায়িত্বশীল ও মেম্বারশিপ বৃন্দ এক যৌথ বিবৃতিতে,
    আল্লাহ তা’আলার মহান আলীশান দরবারে আল্লামা ড.আ ফ ম খালিদ হোসাইন সাহেব দাঃবাঃ এর আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    বার্তা প্রেরক-
    আলমগীর ইসলামাবাদী
    প্রচার ও প্রকাশনা পরিচালক,
    বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী, চট্টগ্রাম।

  • ঈদগাঁওতে টিকা নিতে নারী-পুুুরুষের উপচেপড়া ভীড়: আস্থা বাড়ছে টিকায়

    ঈদগাঁওতে টিকা নিতে নারী-পুুুরুষের উপচেপড়া ভীড়: আস্থা বাড়ছে টিকায়

    ইমরান তাওহীদ রানা ,ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫টি ইউনিয়নে কোভিড টিকা নিতে নর-নারীদের ভীড়। টিকার প্রতি আস্থা বাড়ছে গ্রামীন জনপদের মানুষদের।

    সারাদেশের ন্যায় ৭আগষ্ট সকালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর এবং ইমরান তাওহীদ রানা ইসলামাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এতে দেখা যায়, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে তরুন তরুনী,যুবক যুবতীও বয়োবৃদ্বরা আগ্রহের সাথে টিকা নিতে আসছেন। কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা তাদেরকে লাইনের মাধ্যমে টিকা নেওয়ার সু-ব্যবস্থা করে দিচ্ছেন।

    ঈদগাঁও ইউনিয়নের আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র দেখা যায়, সুন্দরভাবে স্বাস্থ্য সহকারীরা মানুষ দেরকে টিকা দিয়ে যাচ্ছেন। কেন্দ্র পরিদর্শন করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম। এতে ঐক্য পরিবারের উদ্যোগে গঠিত সেচ্ছা সেবক টিমের পক্ষে উপস্থিত ছিলেন, শাকিব ও জাওয়ান উদ্দিন রায়হান।

    ইসলামাবাদের জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র মানুষের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। টিকাদানে নিয়োজিত স্বাস্থ্য সহকারীরা পাড়া মহল্লা থেকে আসা সাধা রন মানুষদেরকে রেজিস্ট্রেশন কার্ডের উপর ভিত্তি করে দ্রুত টিকা দিয়ে দিচ্ছেন। এতে উপ স্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কৃষি অফিসার সুব্রত দাশ জিকু ও ঐক্য পরিবারের ইউনিয়ন সমন্বয়ক শিক্ষক নুরুল ইসলাম।

    ইসলামপুরে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরি বেশে টিকা নিচ্ছেন সাধারন মানুষরা। এই কেন্দ্র ঐক্য পরিবারের টিমে অংশ নিলেন, ইউনিয়নের সমন্বয়ক ক্রীড়াবিদ ছৈয়দ করিম, তরুন আইন জীবি গিয়াস উদ্দিন, ছৈয়দ মোহাম্মদ তামিম, নুরুল হুদা ও তাফসীর।

    খোঁজ খবর নিয়ে জানা যায়, জালালাবাদ এবং পোকখালী ইউনিয়নের টিকা কেন্দ্রে ঐক্য পরি বানের সেচ্ছাসেবক টিমের প্রতিনিধিরা করোনা টিকাগ্রহনে এলাকার মানুষকে উদ্বুদ্ব করার পাশা পাশি লোকজনকে টিকা নিবন্ধনে সহযোগিতা করছেন। টিকা কেন্দ্রে রেড ক্রিসেন্ট সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন।

    জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, গ্রামগঞ্চের সাধারন মানুষের আস্থা বাড়ছে টিকার প্রতি। সুন্দর ও সু-শৃংখল পরিবেশে টিকা নিচ্ছেন তারা। প্রচন্ড বৃষ্টিপাতের মাঝেও সাধারন মানুষ টিকা কেন্দ্র মুখী হলেন।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ ওয়ার্ডে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়া রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ ওয়ার্ডে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজার জেলার উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড প্রর্যায়ে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম ধাপে  অধ্য ৭ আগস্ট ২০২১ খ্রিঃ শনিবার সকাল ৯ ঘটিকা হইতে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

    কোভিড ১৯ টিকাদান কেন্দ্রে রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের মধ্যে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সাথে ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব নুরুল কবির মেম্বার, মোঃ সালাহ উদ্দিন মেম্বার, মহিলা মেম্বার কামরুন্নেছা, মোঃ শাহজান, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সোহেল বিএ সহ প্রমুখ।

  • কলাপাড়ায় মিঠাগঞ্জে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

    কলাপাড়ায় মিঠাগঞ্জে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

    এইচ এম সাইফুল নূর, স্টাফ রিপোর্টার,কলাপাড়া, পটুয়াখালীঃ

    কলাপাড়ায় কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয়াসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে জখম করা মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) আজ শনিবার বেলা ১১টায় মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি অবশেষে হেরে গেলেন। গত ২৮ জুলাই রাত নয়টার দিকে তেগাছিয়া বাজারের দক্ষিণ দিকে স্লুইস সংলগ্ন সড়কে আটকে বেধড়ক কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করে দেয়া হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে। আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম ২৯ জুলাই রাতে কলাপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভূক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রুবেলকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করছেন মানুষ।

    স্থানীয়রা জানান, রায়হান ও তাঁর ছোট ভাই তরিকুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এরা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার, আজিমদ্দিন, মেলাপাড়া, সাফাখালীতে ত্রাস করে আসছে। প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এরা মহড়া দেয়। সালিশ, সরকারি খাল দখল, মাছের ঘের দখল করাই হলো এ বাহিনীর কাজ। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করেছেন। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

  • উখিয়ার রত্নাপালং ইউনিয়নের জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    উখিয়ার রত্নাপালং ইউনিয়নের জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    কফিল উদ্দিন জয়,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

    উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকা হইতে ফের ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।

    ৬ আগস্ট ২০২১ খ্রুিঃ শুক্রবার ১,৪৫ ঘটিকার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

    কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবি চৌকষ আভিযানিক দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড করইবনিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিদেশ প্রবাসীর বাড়ির পাশ্ববর্তী বিপুল পরিমান ইয়াবা রাখার গোপন স্থানে হানা দিয়ে ব্যাপক তল্লাশী করে জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ইয়াবা যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
    যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লক্ষ টাকা।

    এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

    উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ কোটি ৭৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ২৭ লাখ ৯১ হাজার ৮ শত ২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭জনকে আটক করা হয়।।।

     

    উপজেলার একই এলাকায় গত বৃহস্পতিবার ৫ আগস্ট
    কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন জানান।

    এদিকে বৃহস্পতিবার (৫ আগষ্ট) দিবাগত রাত ১,১৫ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়ার পাহাড়ী জঙ্গলে অভিযান চালিয়ে বস্তাবর্তী ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। কক্সবাজার ৩৪ বিজিবি সীমান্তের রেজুপাড়া বিওপির সদস্যদের অভিযানে এসব ইয়াবা জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।
    বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐ সময় বিজিবির ওপর সংঘবদ্ধ পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। এসময় বিজিবি ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এতে পাচারকারীরা পালিয়ে যায়। পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা ৪১ কার্ট মূল্য প্রায় ১২ কোটি ৩০ লক্ষ টাকা। ইয়াবা জব্দের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

    উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের বড় ইয়াবা সিন্ডিকেটের পরিচালক, সহযোগিরা সকল সদস্য রাত্রে ইকবালের গ্রুর ফার্মে থাকলেও দিনের বেলায় যার যার স্হানে চলে যায় বলে স্হানীয়দের অভিযোগ, তাদেরকে রাতে পাহাড়া দেয়ার জন্য হাজারো ২০ থেকে ৩০ জন ইয়াং যুবককে ১০০০ করে বেতন দেয় দৈনিক।

    এই সিন্ডিকেটে রয়েছেন ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়ার পালং এর অধ্যশতাদিক যুবক ও ছাত্ররা। সিন্ডিকেটের মূল ইয়াবা পরিচালক হিসেবে রয়েছে নুর হোসেন চেয়ারম্যান, ইকবাল, হাকিম আলী, ভুট্টো, হানিফের ছেলে মিজান, রশিদ এর ছেলে ইউনুস ফারুক, বোরহান উদ্দিন, আরো অনেক নারী পুরুষের নাম তাকলেও তাদেরকে আইনের আওতায় আনা হলে সব সদস্যের নাম বের করা সম্ভব হবে বলেন স্হানীয় জনগোষ্ঠী

  • মাওলানা মোজাম্মেল হক এর আব্বার ইন্তিকালে বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালীর শোক প্রকাশ

    মাওলানা মোজাম্মেল হক এর আব্বার ইন্তিকালে বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালীর শোক প্রকাশ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম সহ প্রতিনিধি

    (০৫ আগষ্ট ২১) বৃহস্পতিবার বিকাল ০৪.২০ মিনিটের সময়
    জালিয়াঘাটা তাজবীদুল কুরআন বালক-বালিকা মাদ্রাসার পরিচালক, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদর ও বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালীর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মোজ্জাম্মেল হক সাহেবের আব্বাজান জনাব মাওলানা মাহমুদুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন।

    আগামীকাল ০৬ আগষ্ট-২১ (শুক্রবার) সকাল ১০ টার সময় মরহুমের পারিবারিক জামে মসজিদের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় সকলেই শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করুন!

    বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদর ও বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালীর ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক এর আব্বাজান মাওলানা মাহমুদুল্লাহ (রহ.) এর মৃত্যুতে বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালীর পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল করিমসহ বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী পরিচালনা পরিষদের দায়িত্বশীলবৃন্দ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

    বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের সবাইকে মহান অাল্লাহ তা’আলা ছবরে জমীল দান করুক।

    আল্লাহ তা’আলা মরহুমকে কবুল করুন এবং
    জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

    বার্তা প্রেরক.

    আলমগীর ইসলামাবাদী
    প্রচার ও প্রকাশনা পরিচালক,
    বুনইয়ান ফাউন্ডেশন বাঁশখালী,চট্টগ্রাম।

  • বিদ্যুতিবহীন পাহাড়ি জনপদে ৪০ হাজার সোলার হবে: বীর বাহাদুর এমপি

    বিদ্যুতিবহীন পাহাড়ি জনপদে ৪০ হাজার সোলার হবে: বীর বাহাদুর এমপি

    কফিল উদ্দিন (জয়),নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

    ঘুমধুম,তুমরু সহ নাইক্ষ্যংছড়ির ক্ষতিগ্রস্থ সব রাস্তা-ঘাট দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    বৃহস্পতিবার সকালে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে সম্প্রতি সীমান্তের তুমরু গ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের ৬ শত ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, বন্যায় যেসব ধানি জমির ক্ষতি হয়েছে এ সব এলাকায় সেচ পাম্প, ধান মাড়ানী, স্প্রে মেশিন সব দেয়া হবে। পাহাড়ে হবে কপি ও কাজি বাদাম। এক ইঞ্চি জায়গাও বাদ থাকবে না।

    নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর।

    তিনি আরো বলেন, পাবর্ত্য নাইক্ষ্যংছড়িতে সর্বপ্রথম ঘুমধুমেই বিদ্যুতের ব্যবস্থা করা হয় বিগত দিনে । এখন দূর্গম দৌছড়িতে যাচ্ছে বিদ্যুৎ । আর যে সব এলাকায় বিদ্যুৎ যেতে সময় লাগবে সে সব এলাকায় অতিদ্রুত ৪০ হাজার সোলার বিনা মূল্যে বিতরণ করা হবে।

    করোনা সংক্রমনের ভয়াবহতা নিয়ে মন্ত্রী বলেন, সবাইকে করোনার টিকা দিতে হবে। সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

    ত্রাণ কাজে ত্রাণ সহায়তা করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, রেডিয়েন্ট ওয়াইন্ড ফার্ম, ব্যবসায়ী হেলাল, আমিন মোহাম্মদ গ্রুপ ও রেডক্রিসেন্ট সোসাইটি।

  • খরুলিয়াতে মোর্শেদ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাফিল উদ্দিনকে গ্রেফতার

    খরুলিয়াতে মোর্শেদ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাফিল উদ্দিনকে গ্রেফতার

    মোহাম্মদ জিয়া।কক্সবাজার সদর প্রতিনিধি।

    কক্সবাজার সদরের খরুলিয়ায় সামান্য কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোর্শেদ কামাল হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি কফিল উদ্দিনকে (১৫) রামু জোয়ারিয়ানালা থেকে জনতার সহায়তায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে স্থানীয় জনতা ধরে সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং ঝিলংজার চেয়ারম্যানের কাছে খবর দেয়। পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ এসে স্থানীয় লোকজনের হাত থেকে মোর্শেদ হত্যাকাণ্ডে অভিযুক্ত এই প্রধান আসামিকে গ্রেফতার করে নিয়ে যান।

    গ্রেফতারকৃত কফিল উদ্দিন ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়ার কোনারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ফরিদের ছেলে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, খরুলিয়ার আলোচিত মোর্শেদ কামাল হত্যাকান্ডের প্রধান আসামী কফিল উদ্দিন গভীর রাতে চট্রগ্রাম থেকে ট্রাকযোগে কক্সবাজার আসার এমন খবর পাই স্থানীয় ট্রাক চালক নুরুল আজিম।

    এসময় আজিমসহ আরোও কয়েকজন যুবক মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে তাকে ধরে খরুলিয়া বাজারে নিয়ে আসেন বলে খবর পাই। পরে সদর থানার ওসি শেখ মুনিরুল গীয়াসকে ফোন দিলে এস আই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটস্থলে আসলে হত্যা মামলার প্রধান আসামী কফিলকে পুলিশের হাতে সোপর্দ করি।

    প্রসঙ্গত, গত ২৬ জুন বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার ছলিমের দোকানের সামনে কফিল উদ্দিন ও মোর্শেদ কামালের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়। এসময় একে অন্যজনকে তিরস্কার করেন। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কামালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কফিল উদ্দীন। এতে মোর্শেদ গুরুতর জখম হন।

    দ্রুত তাকে উদ্ধার করে লিংকরোডস্থ মেরিন সিটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মোর্শেদ কামালের মৃত্যু হয়। নিহত মোর্শেদ ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র। এ ঘটনায় নিহত মোর্শেদ কামালের মা মোস্তফা বেগম বাদী হয়ে কফিল উদ্দিনকে প্রধানসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

  • চট্টগ্রামে অভিযান চালিয়ে ০১ ভিকটিম উদ্ধারসহ ০২ জন অপহরণকারীকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

    চট্টগ্রামে অভিযান চালিয়ে ০১ ভিকটিম উদ্ধারসহ ০২ জন অপহরণকারীকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    গত ২৭/০৬/২০২১ ইং তারিখ কতিপয় অপহরণকারী ভিকটিম কে অপরহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় গত ১৫/০৭/২০২১ ইং তারিখ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়; যার মামলা নং- ১৮, তারিখ-১৫/০৭/২০২১ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০০৩) এর ৭/৩০। উক্ত ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনার ছায়াতদন্ত শুরু করে। যার ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারীরা চট্টগ্রাম মহানগরীরর কর্ণফুলী থানাধীন খইদ্দারটেক এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ আগস্ট ২০২১ ইং তারিখ ০৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। সরোয়ার আলম (৪০), পিতা- মৃত ওসমান গনি, সাং- গন্ডামারা, পশ্চিম বড়ঘোনা, ০৫নং ওয়ার্ড, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ শহিদুল্লাহ (৩৭), পিতা- মাওলানা রফিকুল ইসলাম, সাং- গন্ডামারা, পশ্চিম বড়ঘোনা ইউপি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনা স্থল হতে ভিকটিম কে উদ্ধার করে। আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরণের সত্যতা স্বীকার করে।

    গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।