বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের মায়ের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল
আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
বাঁশখালীর সাবেক এমপি এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর সহধর্মীনি ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি সাহেবের মমতাময়ী আম্মাজান অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহীয়সী নারী বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় দারুল কারীম মাদরাসায় খতমে কোনআন এবং দোয়া মাহফিল
আজ (১৪ ফেব্রুয়ারি ২১)রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী। উপস্থিত ছিলেন,সমাজ সেবক মমতাজ উদ্দীন, শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক, মাওলানা হাফেজ হামিদ উল্লাহ, মাওলানা হাফেজ মাহমুদুল হাছান, মাওলানা হাফেজ আজম, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাস্টার ইসমাঈল, মুহাম্মদ মনছুর প্রমুখ।
এসময় বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।