মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় রায়পুর ইউনিয়ন জনকল্যান সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি:

 

আনোয়ারা উপজেলার রেজিস্ট্রেট প্রাপ্ত সংগঠন ৩ নং রায়পুর ইউনিয়ন জনকল্যান সংস্থার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত রবিবার বিকালে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছাদেক চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ। বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাস্টার আহমদ ছাফা, ছালে জহুর, ইলিয়াছ বাঙ্গালী, অধ্যাপক সিরাজুল ইসলাম, নুরুল আলম চৌধুরী,জালাল আহমেদ,আলম গীর আজাদ, ফরিদুল কবির, এম.আলী হোসেন ও সিনিয়র সহ-সভাপতি হাফেজ আবুল হাসান কাশেম।
অনুষ্ঠানে নব-গঠিত কার্যকরি পরিষদকে শপত বাক্য পাঠ করান, উপদেষ্টা মাস্টার আহমেদ ছফা।