শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালী পশ্চিম বড়ঘোনা রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের মাহফিল সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আওতাধীন পশ্চিম বড়ঘোনা রাহমাতাল্লিল আলামীন ফাউন্ডেশনের মাহফিলে
আজ বুধবার (৩ মার্চ ২১) বাদ এশা বয়ান করেছেন জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নোমান জাহাঙ্গীর সাহেব। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান করেন ঢাকা থেকে আগত মুফতি সিবগাতুল্লাহ নুরী। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন, জামেয়া দারুল মা আরিফের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
উপস্থিত আছেন, মাহফিলের প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসাইন সাহেব। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক মাওলানা ওবায়দুর রহমান নঈমী।
এর আগে বাদ এশা সংক্ষিপ্ত আলোচনা করেন,বাঁশখালী জলদি দারুল কারীম মাদরাসার পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সফল সভাপতি সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী।
উপস্থিত আছেন, জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, দিদারিয়া নুরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইসহাক, সহকারী পরিচালক মাওলানা আবুল কাসেম আজিজী, মাওলানা নুরুস সফা, মাওলানা নেছার আহমদ, মাওলানা ইব্রাহিম, মাওলানা ক্বারী আহমদ উল্লাহ, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান প্রমুখ।