শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে আরডিএস শপিং মলের উদ্বোধন করেছেন আ জ ম নাছির উদ্দীন

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

আজ (২২ মার্চ ২১) সোমবার দুপুরে হাটহাজারী চৌধুরীহাটস্থ আরডিএস শপিংমলের উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ,বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি,প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
আরডিএস প্রপার্টিজের স্বত্ত্বাধিকারী হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা ইউএনও রুহুল আমিন ,হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।