শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

প্রকাশিত হয়েছে-

ভোলা প্রতিনিধিঃ-

ভোলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।

আসামিরা মোঃ আজাদ মিয়া (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার, আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ ধন মিয়ার ছেলে ও মোঃ ইকবাল হোসেন (২৮) জেলার একই এলাকার বাসিন্দা -মৃত আরব আলীর ছেলে এবং জসিম উদ্দিন (২৬) জেলার একই থানার সাং আমানগনডার বাসিন্দা হিরন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর হইতে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন।আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।