সাহিদুর রহমানঃ-
সারাদেশের ন্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানা ভবন সহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার নিমিত্তে ভোলার লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও কুইক রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় লালমোহন থানার অফিসার ফোর্সের সমন্বয়ে থানা ভবন থেকে একটি মহড়া বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা ভবনে এসে সমবেত হয়।
এর আগে থানা ভবনের নিরাপত্তায় পুলিশের সদস্যদের অংশগ্রহণে এলারাম প্যারেড অনুষ্ঠিত হয়।
এলারাম প্যারেড ও মহড়ায় উপস্থিত ছিলেন-লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ