শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫, আহত শতাধিক

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আজ শনিবার (১৭ এপ্রিল ২১) দুপুর ১২ টার দিকে
চট্টগ্রামের বাঁশখালীতে বেতন ভাতার দাবিতে বিক্ষোভে গন্ডামারা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেতনভাতার দাবিও পবিত্র রমজানে নামাজ ও রোজা রাখতে বাধা সৃষ্টি করায় গতকাল থেকে বিদ্যুতকেন্দ্রে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এর জের ধরে সকালেও বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষে প্রাণ যায় ৪ জনের। বেসরকারি উদ্যোগে বাঁশখালীর সমুদ্র উপকূলে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে এসআলম পাওয়ার।