বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের হাতে অনুদানের এ চেক তুলে দেন।
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করায় মেয়র মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বস্তরের সাংবাদিক সমাজ কে ।
Pcm Pharmacy Utah https://oscialipop.com – Cialis Yricrd Cialis Cuqxhh https://oscialipop.com – cialis 20mg for sale