রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম আজাদ,কক্সবাজার সদর প্রতিনিধি।

কক্সবাজার প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য কক্সবাজার পৌরসভা ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের হাতে অনুদানের এ চেক তুলে দেন।
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করায় মেয়র মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বস্তরের সাংবাদিক সমাজ কে ।