ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,
নবগঠিত ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস মাঠে আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে প্রথমবারের মত শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ক্বেরাত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে সুদক্ষ ক্বারীরা উপস্থিত থাকবেন বলে আয়োজন কমিটি সূত্রে জানা যায়।
আমন্ত্রিত ক্বারীরা হলেন-চট্রগ্রাম থেকে আগত
ক্বারী মুফিজুল হক,ক্বারী আব্বাছ উদ্দীন ,ক্বারী শফিউল্লাহ,হাটহাজারী থেকে আগত ক্বারী রবিউল ইসলাম,কক্সবাজার থেকে আগত ক্বারী সাইফুল্লাহ,ক্বারী জুবাইর সিদ্দিকী,ক্বারী সাদেক উল্লাহ।
ক্বেরাত মাহফিলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা জাফর আলম, প্রধান শিক্ষক মোহাম্মদিয়া তা’লিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা পুর্ব ভোমরিয়াঘোনা ঈদগাঁও।
শেষ অধিবেশনে সভাপতিত্ব করবেন- ক্বারী জহিরুল হক,প্রতিষ্টাতা পরিচালক, দারুল কোরআন কমপ্লেক্স কক্সবাজার।
এ মাহফিলে উদ্বোধক হিসেবে থাকবেন, ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী।
প্রধান অতিথি থাকবেন, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
আয়োজক কমিটির পক্ষ থেকে ক্বেরাত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সফল করার জন্য।