রবিবার , ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

দিনাজপুরের নবাবগঞ্জে অটো ভ্যান চুরির সময় চোর কে আটক করল স্থানীয় জনতা

প্রকাশিত হয়েছে-

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারি চালিত অটো ভ্যান চুরির সময় চোর মনোয়ারুল ইসলাম (২৬) কে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা । সে বিরল উপজেলার খোপড়া গ্রামের মৃত নরুল ইসলাম উজিরের ছেলে। গত (৪ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৮টায় ভ্যান মালিক নুরল হোসেন তার ব্যাটারি চালিত অটো ভ্যানটি ভাদুরিয়া বাজারে একটি চায়ের দোকানের সামনে রেখে চা খাওয়ার জন্য দোকানের ভেতরে ঢোকেন। হঠাৎ দোকানের বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখেন যে, চোর তার ভ্যানটি চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত লোকজনের সহায়তায় চোরকে ধাওয়া করে ভ্যানসহ তাকে আটক করে। নবাবগঞ্জ থানা পুলিশ উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে হেফাজতে গ্রহন করে এবং ভ্যানটি জব্দ করে আসামী সহ থানায় নিয়ে আসে। চুরির ঘটনায় ভ্যান মালিক চোরের বিরুদ্ধে থানায় মামলা করে। থানার অফিসার ইনচার্জ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।