বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

অদ্য ৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১০ ঘটিকার দিকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড এর অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম। পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সু-শৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।