মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুতুপালং স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে জাহাঙ্গীর কবির চৌধুরী

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া।

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের স্কুল থেকে বেড়ে উঠা, হাঁটি হাঁটি পা পা করে আজঅব্ধি এই পর্যায়ে এসেছেন কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, উখিয়া।

অদ্য ১৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”

ভাল শিক্ষক হতে হলে আপনাকে সৃজনশীল হতে হবে, সেই সঙ্গে প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে৷ আপনাকে অবশ্যই শিক্ষকতার আধুনিক উপায়গুলোকে গ্রহণ করতে হবে৷ কাজ করতে হবে বেশি, কথা বলতে হবে কম৷” ছাত্রদের জানানোর জন্য বিশ্বের নিত্যনতুন জ্ঞানের সাথে পরিচিত হতে হয় তাঁকে৷

অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় সভা পরিচালনা করেন ২০০৯ ব্যাচের প্রতিনিধি ব্যাংকার বাবু সঞ্জয় বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন শেখর বড়ুয়া (২০০৫) সুমদত্ত বড়ুয়া (২০০৬) মোঃ আলাউদ্দিন (২০১০) অরুপ বড়ুয়া তপু বড়ুয়া (২০১১) রুমন বড়ুয়া (২০১২) বিপন বড়ুয়া (২০১৪) আব্দুল খালেক বিজয় (২০১৬) আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।