সোমবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চকরিয়া থেকে কাঠ পাচারকালে জব্দ

প্রকাশিত হয়েছে-

চকরিয়া উপজেলা প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে প্রায় ৬০০ ঘনফুট জ্বালানি কাঠসহ পরিবহনে থাকা ট্রাক আটক করা হয়েছে ।

২৭ জানুয়ারি ২০২২ খ্রিঃ দিবাগত রাত ২ ঘটিকার দিকে চকরিয়া মানিকপুর সড়কে অবৈধভাবে জ্বালানি কাঠ পাচারের সময় এসব কাঠ জব্দ করা হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া- মানিকপুর সড়কে অভিযান চালিয়ে প্রায় ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
বন ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার জানান, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ ঘনফুট, জ্বালানি কাঠ জব্দ করে। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।