নিজস্ব প্রতিবেদন।
২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ বুধবার নগরীর জামাল খান চত্বরে দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে (সাফ) বিজয়ী নারী ফুটবল দলের বৃহত্তর চট্টগ্রামের নারী ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী কে আড়ম্বরপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় চট্টগ্রামবাসী।
দৈনিক আজাদী উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে তিনি বিজয়ী নারী ফুটবলারদের অভিনন্দন ও শুভ কামনা জানান। তিনি বলেন, ‘এই আনন্দের রেশ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে প্রকৃত যোদ্ধা, যে জয়ের জন্য নিজের প্রচেষ্টা অব্যহত রাখে। তোমাদের এই জয় শেষ নয়, পরবর্তী জয়ের জন্য তোমাদের প্রচেষ্টা থাকবে। সেই অপেক্ষায় আমরা পুরো জাতি আছি।