মঙ্গলবার , ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিরামপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

শুক্রবার ( ৪ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, দিওড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার হোসেন, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, চরকাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক- ই আজম, বিরামপুর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুর রহমান, রামকৃষ্ণপুর দিমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জুলফিকার মতিন, প্রমুখ।প্রধান অতিথি পৌর মেয়র বলেন, দীর্ঘ ৫০ বছর পর জাতীয় সংবিধান দিবস ২০২২ সরকার প্রজ্ঞাপন জারি করেছেন, এজন্য সরকারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে প্রতিটি বছর এই দিবস টি যেন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, সুধীজন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, , চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্তরায়।