বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ভাসমান ও ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

কয়েক দিন ধরে দিনাজপুরের বিরামপুরে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ সহ এতিমখানার শিশুরা। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই বৃহস্পতিবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্র উপজেলায় কম্বল এসেছি। এরই মধ্যে এসব কম্বল অত্র উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে উপজেলা শহরের বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ঢাকা মোড় এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা ইউ এন ওর জন্য মঙ্গল কামনা করেন।